Pre-orders available now. Deliveries scheduled for every SUNDAY & WEDNESDEY.

নদী ও হাওরের মাছ পাচ্ছেন Gangchill.com এ

By Md. Shafikul Alam  •  0 comments  •   1 minute read

নদী ও হাওরের মাছ পাচ্ছেন Gangchill.com এ - Gangchill.com
সরাসরি কিশোরগঞ্জের করিমগঞ্জের ঐতিহ্যবাহী ১৫০ বছর পুরাতন বালিখোলার হাট থেকে প্রতি সপ্তাহে প্রি অর্ডার নিয়ে আমরা টাটকা ও দারুন স্বাদের মিঠা পানির মাছ সরবরাহ করে থাকি সমগ্র ঢাকায় । কিশোরগঞ্জের হাওর এর মূল উৎস ধনু নদীর তীরে ১৫০ বছরের পুরানো বালিখোলা মাছের বাজার বাংলাদেশের মিঠা পানির মাছের জন্য সুপ্রসিদ্ধ। ধনু নদীর তীরে অবস্থিত হওয়ায় এই পাইকারি মাছ বাজারে সিলেট ও সুনামগঞ্জ হাওর ও নদীর মাছ বিক্রি হয়। জীববৈচিত্রের ভিন্নতার কারণে এখানকার মাছের স্বাদ অন্য যেকোন নদী কিংবা হাওরের মাছের থেকে আলাদা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই মাছের বাজার থেকে আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাছ সংগ্রহ এবং সরবরাহ করে থাকি প্রি-অর্ডারের মাধ্যমে ।
Previous Next

Leave a comment

Please note: comments must be approved before they are published.